Share internet connection to PC using USB Tethering

আপনাকে স্বাগতম এবং শুভেচছা।

এই ব্লগটি শুধু মাত্র যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্যই নয় বরং ইন্টারনেট ব্যবহার করেন তাদের PC-তে ব্রডব্রান্ড বা ইন্টারনেট সার্ভিস গুলো ভালো পাচ্ছেননা তাদের জন্য।

শুরুতেই গতানুগতিক intro দেই:
আপনি কি ইন্টারনেট সম্যসায় ভুগছেন, PC-তে নেট পাচ্ছেনা, ব্রডব্রান্ড লাইন আসে আর যায়, আসি আসি বলে আর আসে না, ল্যাপটপ-এ WIFI দুর্বল। এ সকল সম্যসার সমাধানে এসে গেসে মুশকিল আসান সমাধান। USB Tethering, জাস্ট USB Tethering এটাই সমাধান! হ্যা ভাই, এটাই সমাধান।

আসলে এই ব্লগ এর টপিকটা এতই সিম্পল যে আমাকে একটু ভিন্ন রকমের intro দিতে হয়েছিলো। কাজের জন্য বা অন্য কারনে হোক অনেকেই কর্মস্থল থেকে দূরে যায়, তখন জরুরি কাজের তাগিদে কাজে বসলে তখন ইন্টারনেট সঙ্কট দেখা দিতে পারে। তাছারা যখন এই ব্লগটি আমি লিখছি তখন চলছে Covid19 এর কারনে Home Quarantine এবং আমাদের অফিসের সবাই বাসা থেকে কাজ করছি, বেশির ভাগ অফিসই তাই করছে। অনেকেই আবার ঢাকার বাইরে চলে গেছে। আর ঢাকার বাইরে ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্কট আছে। আর ইন্টারনেট ছাড়া অফিসিয়াল কাজ করাটা প্রায় অসম্ভব। উদাহরণ হিসেবে আমার পরিস্থিতির কথা তুলে ধরি, পিরোজপুর জেলার স্বরূপকাঠি এর একটি প্রত্যন্ত গ্রাম সংগীতকাঠী-তে আমার গ্রামের বাড়ি। এখানে বিদ্যুৎ-ই থাকে-থাকেনা অবস্থা সেখানে ব্রডব্যান্ড সার্ভিস এর কথা চিন্তা করাটা সময়ের অপচয়। আমার ডেক্সটপ-এ ইন্টারনেট সংযোগ দেয়ার অনেক কিছু থাকলেও সারাদেশে Lockdown থাকাতে আমি তেমন কোনো উপায় না পেয়ে স্মার্টফোন থেকে একটি উপায় পাই, যা আমার আগে জানা ছিলোনা। খুবই সহজ, কিন্তু জানতাম না। আর মজার বেপার হলো এই উপায়টা আমি জানতে পারি অষ্টম শ্রেণীতে পড়া একটি ছেলের কাছে। আর একটা বেপার হলো, আমি অনেককেই জিজ্ঞাসা করলাম, তার মধ্যে বেশির ভাগই জানতো না। সেখান থেকেই ভাবলাম একটা ব্লগ লিখে ফেলি এই নিয়ে। Home Quarantine-এ আছি, আরো কতদিন থাকতে হয় কে জানে, এরকম টুকটাক ব্লগ লিখে কিছু সময় পার হলে মন্দ না।

যেভাবে USB Tethering ব্যবহার করবেন: 

[ বি. দ্র.: প্রথমেই নিশ্চিত হয়ে নিন আপনার স্মার্টফোনটি USB Tethering সেবাটি আছে। ]

  1. Connect your smartphone with your PC/Laptop using a USB cable
  2. Set USB Preferences as USB Tethering 

 

স্মার্টফোনের ডেটা কোনননক্শন অন থাকলে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটার ইন্টারনেট এর সাথে সংযুক্ত হয়ে গেছে।  আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে একটু Googling করে নিতে পারেন।

ধন্যবাদান্তে,
সামিউল আলীম
সফটওয়্যার ইঞ্জিনিয়ার
Workspace Infotech Limited

Post by wsit_developer

2 Responses to Share internet connection to PC using USB Tethering

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *